লাল লাল গোলাপ ফুল
ফুটে আছে গাছে
ফুলগুলো ডাকছে
আমায় কাছে!

এই শুনে যাও তুমি
ভালোবাস কারে?
এখান থেকে একটি ফুল নিয়ে
দিয়ে আসো তারে।