তোমায় দেখার বড্ড নেশা
যায় না কভু ভোলা,
দেখলে তোমায় কেমন যেন
মনে লাগে দোলা।

এক সমুদ্র মায়া চোখে
দেখেই পাগল পারা,
তাই দেখে যে পাগল আমি
হলাম আত্মহারা।

যখন-তখন মনের ভেতর
খেলে প্রেমের খেলা,
প্রেমের খেলা খেলতে খেলতে
কাটছে আমার বেলা।

তুমি আমার স্বপ্ন হলে
হলে ভিষণ মায়া,
ভালোবেসে তোমায় আমি
করব আমার ছায়া।

তোমায় নিয়ে নতুন ভূবন
মনের মাঝে গড়া,
তুমিহীনা বন্ধু ওগো
শূন্য আমার ধরা।

                   রচনাকাল: ১৭/০১/২০২২ খ্রি.।