বাংলাদেশের সেরা পশু
রয়েল বেঙ্গল টাইগার,
সাদা-কালো ডোরাকাটা
দেখতে যে চমৎকার।

সুন্দরবনে থাকে তারা
ঘুরে বেড়ায় বনে,
বনের অনেক পশু ধরে
খায় যে আপন মনে

# রচনাকাল- ০২/১১/২০২২ খ্রি.।