মানুষ নামের অনেক পশু
থাকে শহর জুড়ে,
পাই না খুঁজে মানুষ তেমন
অমানুষের ভিড়ে।

চুরি-ছিনতাই, মারামারি
দিবা-নিশি চলে,
প্রতারিত হয় যে মানুষ
শত ছলেবলে।

গাড়ির শব্দ, টিভির শব্দ
ঘুম আসে না চোখে,
শহরে না থাকি যারা
আছি অনেক সুখে।

# রচনাকাল-  ০১/১১/২০২১খ্রি.।