অবাক হয়ে ভেবে দেখেছি বারবার-
জীবনের মানে গুলো কত ঠুনকো হয়ে যায়,
মরিচীকার পানে ছুটে ছুটে জীবন এত অসহায় হতে পারে!
ভাবি নি কখনও,
এমনকি ভাবি নি, মানুষ এত মুল্যহীন হতে পারে!
মানুষের মাঝে ছুটতে ছুটতে-
কখন যে মনুষত্যের সুন্দর ছবিটাকে
হারিয়ে ফেলেছি, তা ভুলেও ভাবি নি;
খুঁজেও দেখিনি হারিয়ে পাওয়া পাখির খাঁচাটাকেও,
এমনই কি জীবন?
এমনি করেই কি ভুত গ্রস্থ সময়কে প্রক্ষালন করে এগিয়ে যেতে হয়,
নাকি প্রাণহীন এই বেচে থাকার অর্থই জীবনাচরণ?


অন্তহীন পথচলা কারও কাছে এত বিতৃষ্ণার জন্ম দিতে পারে,
আমাকে দিয়ে না হলে জানতাম না কখনই।
ভুল করে ভুলের মাঝে পা দিই,
নাকি জেনেশুনে, তার উত্তর খুজতে গিয়ে অবাকই হয়ে যাই,
যে ভুল আমি করেছি সেতো আমার চিরচেনা,
মনের অজান্তে যে ভুল বারংবার করে আসছি।
কি নাম হয় এর,
একি ভুল নাকি নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি নিয়ত;