কে জানে এ দেহে করোনার বিষ,
কে জানে মৃত্যু দিচ্ছে শিষ,
যত ভয় থাক, যত কষ্ট,
থাক যতো শেষ ইচ্ছে-
তবুও যাবো না ছুটিতে গ্রামে আর,
আবারো করোনা ফণা যে তুলছে।


হয়তো মৃত্যুর মিছিলে আমিও,
পাবে না খুঁজে কেউ আর!
যদি জানাযায় না থাকে কেউ;
যদি না হয় নেয়া শেষ বিদায়-
তবুও যাবো না ছেড়ে এই বিষাক্ত শহরটাকে ছেড়ে মা;
মৃত্যুই হয় হোক শেষ আশ্রয়।


হায়েনা করোনা-
নীল ছোবলের ফণা যদি তুলে তোমার সম্মুখেই!
তাই ছটফটে করুণ মৃত্যুই হোক আমার-
এই বিষাক্ত শহরেই।


যদি না পারি বলতে কথা,
যদি না পারি চাইতে ক্ষমা,
যদি নিঃশ্বাস যায় আটকে;
যদি ভুল করে থাকি তোমার কাছে,
যত করে থাকি অন্যায়,
তুমি ভাল থেকো মা;
ক্ষমা করে দিও আমায়।