ভুল প্রেমে কেটে গেছে জীবন


ভুল প্রেমে কেটে গেলে পাঁচটি বছর, তবুও
কেন জানি, হৃদয়  টা মনে রাখে তার কথা,
প্রত্যেক  টা নারীর মনে হয় এমন।
নিজের জন্য বৈশাখ মাস,অন্য জন্য সর্বনাশ।
ভুল প্রেমে  কেটে গেছে জীবন।
বিশ্বাসের রোদে পুড়েছে দেহ মন।


প্রত্যেক টা নারীর একবার  ডাকলেই,
ভুলে যায় ছেলেরা তার জীবন।
একবার লাগলে প্রেমের বাতাস,
ভুলে যাই আকাশ বাতাস।
একবার ডাকলেই এই সোনা,
ভুলে যাই  পৃথিবীর মায়া।


সব ভুলে পা বাড়াই নতুন নতুন  ভুলের দিকে,
তার নাম ভালোবাসা বলে।
সব ভুলে কেঁদে  ওঠে  এই অবুঝ মন।
প্রেম ভুলে যাই সব পিপাসা,
কতশত বছর যাবে আরো,
কাদিতে কাদিতে অবুঝ এই মন
তবুও স্বপ্ন দেখতে ভুলেনা  এই অবুঝ মন।