বিদায়ের যন্ত্রণা

প্রিয় তোমার বিদায় দিতে গেয়ে
আমি হারিয়েছি  মানসিকতা ।

তুমি লাল শাড়ী পড়ে!
বিদায় নিলে আমার থেকে,
আমায় বানিয়ে পথের পাগল ।

পথে পথে ঘুড়ি আমি,
পাগল হ'য়ে তোমার জন্য।

তুমি আছো সুখে বন্ধু,
যে’য়ে অন্যের ঘরে।
শত কষ্ট দিয়ে বন্ধু,
এই পাগলের অন্তরে।

কি যে ব্যার্থা অন্তরে আমার
বন্ধু তোমার অভাবে।
সুখে থাকো ভালো থাকো
দোয়া করি তোমার জন্য ।