সফলতার ছোয়া

সফলতার প্রান্তে দেখি,
ঐইনা আমার ছোঁয়া।
সফলতার  পেতে  পারি,
থাকলে মায়ের দোয়া।

সফল হতে গেলে তোমায়,
হতে হবে কঠোর পরিশ্রম।
সেই সাথে  হতে হবে,
কারো না কারো পথ অনুসারি।

সব সময় মনে রাখবে,
ব্যর্থ মানুষগুলো ব্যর্থতার কাহিনী বলবে।
সফলতার রাস্তা যখন তুমি হাঁটবে,
তারাই  তোমাকে বাঁধা  দিবে।

সফল হতে হলে শক্ত,
সেই সাথে হতে হবে সমালোচনা ভক্ত।
হাসি মুখে করতে হবে বরণ।
সফল একদিন হবো দেখবে জগত।

কেউ নিজে অপরাধ,
নেই না নিজের কাঁধে।
সব সময় মনে করে,
সবার আমার মতো হোক।

সফল একদিন হবো হবো।
দেখবে সবাই ইনশাআল্লাহ।

                        মেলান্দহ, জামালপুর