টাকার নেশায়



টাকার নেশায় ছাড়লাম আমি
আমার  আপন বাড়ি ঘর।
ইট পাথরের শহরে
করলাম আমি আপন ঘর ।


যে টাকার জন্য আমায়
আপন মানুষগুলো গেলো ছেড়ে।
যোগ্য জবাব দিতে আমি
বিধি তোমাকে আমার পাশে চায় ।


যে মানুষগুলো জীবনের চাইতে
টাকার মূল্য দিলো বেশি ।
সেই মানুষগুলো কে বুঝাতে চায়
টাকার চাইতে ভালোবাসার মানুষগুলো সুখী হয় বেশি ।


টাকা না থাকলে চিনা যায়
বিষাক্ত মুখ রূপ গুলো।
টাকার একদিন রোজগার করবো  
বাঁচিয়ে রাখো তাদেরকে।


বারে বারে চাইলাম যারে আপন করে পেতে
সে সরলতার সুযোগ নিয়ে হৃদয় করলো ক্ষত বিক্ষত ।
টাকা নিয়ে ফিরবো একদিন
সেই বন্ধুর রাজ মহলে ।
টাকা নিয়ে আসবো একদিন
আমার আপন বাড়ি ঘরে ।


হে আল্লাহ থাকো যদি তুমি আমারই পাশে  
দেখা করব একদিন বিজয়ের মঞ্চে,
বিজয়ের বেশে ইনশাআল্লাহ ।