ভুলের প্রদ্বীপ


ভুল আর ভুলেই ভরা জীবন
কেটে গেলে বছরে পর বছর
ভাঙ্গলো না ভুলে ভরা বিশ্বাস
কেটে কেটে  গেলে শিশু কালে


তবুও ভাঙ্গলে ভুলে পাহাড়
এখন চলছি আমি ভুলে সাথে
জীবন চলার পথে আমি নিজেকে হারিয়েছি
চলছি তবুও একাই এই পথ


ভুলে ভুলে আশা করছি  বেশি
যাও পেয়েছি তা চাওয়া চেয়ে বেশি
শুধু ভুল আর ভুলে পেয়েছি তার কাছে
ভুলে সাথে আর সময়ে সাথে তালমিলিয়ে চলতে পারলাম না


কাটবে আমার বাকি জীবন টা ভুলে সাথে  
আশা ছিলো আমি এক থাকবো ভুলে সাথে
তা নিয়ে থাকবো বেঁচে এই ধরাতে
আমি এক ভুলেই প্রদ্বীপ