এখনো আঁশায় বাঁধে মন
কবে আসবে সুদিন
হারিয়ে গেছে সে যে
মেঘালয় মেঘ হয়ে
তবু আশায় বাঁধে মন।
কখন যে আসে সে
ধুমকেতু হয়ে
কখন এসে দাঁড়ায় দুয়ারে
অাশায় বাঁধে মন।
আশা হয়নি নিরাশা
আসবে জানি সুদিন
বসে আছি তাই দ্বীপ জ্বেলে
অাশা বেঁধে বুকে।
মনে নেই কোন আশা
তবু মোর দারুন আশা
আশায় বাঁধে মন
আসবে জানি তুমি কোন নিরবে।
কোন কুয়াশা ঢাকা ভোরে
হয়তো নুপুরের ছন্দে ছন্দে
এসে তুমি ডাকবে মৃদু হাসিতে
এখনো আঁশায় বাঁধে মন।