লজ্জাতে মুখ ঢেকে যায়
কি করে দেখাবো মুখটা
পুরুষ হয়ে জন্ম নিয়ে
নারীর পিছে কেন ঘুরছি সবে।
বারে বারে কেন ঘুরে ফিরে
ক্ষমতা অাসে নারীর হাতে
লজ্জাতে মুখটা
দেখাই কেমন করে।
শিক্ষিত হয়ে অশিক্ষিত
মুর্খরা পুরুষ গুলো
প্রশাসনে কেন অাজ রদবদল
নারীরা কেন অাজ করছে শাষন।
লজ্জা লজ্জা লজ্জাতে
মুখগুলো ঢেকে যায় পুরুষের
দেখে যেন মনে হয় পুরুষগুলো
নারীর সেবায় তারা নিমজ্জিত।
চলে যদি শাষন নারীর
পুরুষ হয়ে তাদের কিবা হলো
সমাজ যদি ঢেকে থাকে
নারীর অাচরনে।
লজ্জাতে মুখ অাড়াল করে
থাকবে কত অার লুকিয়ে
পুরুষ নামের ব্যর্থ তোরা
নারীর শাষন করছে তাড়া।
পুরুষ হয়ে জন্ম নিলে
নাই বাহুবল বলে
শক্তি কেন থেমে গেল
বলো কিসের জোড়ে।
নারী কেন করছে শাষন
পুরুষ কেন ঘুমে
লজ্জা বুঝি নাই কি তাদের
তবু লজ্জাতে মুখ ঢাকে।