তুমি যেওনা
তোমাকে বারন করছি
ও পথে যেও না তুমি
আমার কথাটি শোন।
চেয়ে দেখ বাইরে
কেমন বৈরি বাতাস
আকাশটা ও বেশ মেঘলা
তুমি যেওনা।
ঝির ঝির বাতাস বইছে
আকাশে বিজলি চমকায়
চেয়ে দেখ মেঘের গর্জন
কি করে যেতে চাও।
হয়তো কোন কথা আজ
শুনবে না আমার
সবটাই মনে হবে বিরক্তিকর
তবু ও তুমি যেওনা।
ঘুটঘুটে অন্ধকার
স্পস্ট যায় না কিছু দেখা
সব অস্পস্টতার আভ্রু জালে
ঘিরে রেখেছে
তুমি যেয়ো না।
দেখ চারিদিকে পেঁচার ডাক
শকুনের কেমন চিৎকার
তোমাকে মিনতি করি
দু-হাত পেতে
তুমি যেয়ো না আজ।
বর্ষা হয়তো নামবে এখন
বিরামহীন ভাবে
জোস্না টুকু হয়তো যাবে
আঁধারেতে ঢেকে।