(বর্ষার আয়োজন)
রিমঝিম আজ এই বর্ষা
দাঁড়িয়ে একা বারান্দায়
ঝির ঝির বাতাসে
একাকি বসে বড় নিরবতা।
বড় বেশী মেঘলা দুরের আকাশটা
মেঘে মেঘে গজন আকাশ জুড়ে
ঝির ঝির বাতাসে
পাতা গুলো ঝড়ছে পড়ে।
এলো মেলো লাগছে দারুন মনে
বরষা বরষা বর্ষা
আজ সারাটা দিন কাটছে
কেন এত মন্দা।
কেটেছে বসন্ত কত না ফাগুন
আজ এসেছে আবার বরষার আগমন
কত ফুল ফুটেছে কদম বেলী
চারিদিকে পড়ছে অবিরাম বৃষ্টি।
রিমঝিম বৃষ্টি অপলক দৃষ্টি
দুরের আকাশে
নেই কোন চাঁদের হাসি
মিটি মিটি জ্বলছে জ্বোনাকিরা সবি।
থেমে থেমে পড়ছে আজ
অঝরে বৃষ্টি
বিরামহীন বর্ষা আজ সারাদিন
দলবেঁধে মেঘেরা লুকোচুরি খেলছে।
বর্ষা বর্ষা বর্ষা
আজ সারাটা দিন হিমেল হাওয়া
ঝির ঝির বাতাস আর
টিপ টিপ বৃষ্টি।