ধর্ম কর্ম সব ভুলে যা
যা ভেদাভেদ ভুলে
অাপন করে কাছে টেনে
নে না বুকে বেঁধে।
গরীব হয়ে জন্ম কি তার
এতই অপরাধ
ভালবাসা পায় না কেন
কি অপরাধ তার।
হিন্দু না হয় বৌদ্ধ সে যে
জন্ম কি তার ভুল
সে যে মানুষ তোরি মতো
রক্ত মাংশ লাল।
ধর্ম কর্ম সব ভুলে যা
সৃষ্টি মোদের একি জনা
সে যে অাল্লাহ তায়ালার নাম
ভালবেসে নেরে বুকে
থাকবে তোদের মান।
হয়তো সে যে পথের ফকির
নয়তো মুসাফির
খোদার বিধান যাসনা ভুলে
সবি একি সৃষ্টিকর্তার দান।