দেশের মানুষ নাইরে শান্তি
কাঁদে দিন রাত্রি
বাঁচার জন্য অাকুতি অার
একটু খাবার মিনতি।
নাইরে কি এমন মানুষ
একটু দয়া মায়া
বাঁচার জন্য লড়ছে যারা
কেউ কি দেবে সাঁড়া।
শান্তি হইল বিনষ্ট
অশান্তিতে ঢাকা
ঘুম নিদ্রা নাইরে চোখে
একটু বাঁচার অাশা।
দেশের মানুষ হতভাগা
নাইরে কোন অাশা
বাঁচা মরার লড়াই তাদের
স্বপ্ন চোখে বাঁধা।
দেশের মানুষ মরছে কত
পথে ঘাটে মাঠে
অশান্তিতে ঘেরা তাদের
জীবন অতিষ্ঠরে।