জোগো হে তোমরা জাগো
তোমরা তরুন তোমরা বল
জাগো হে জাগো জাগো
ভয় কি তোদের বল।
তোদের রক্তে মুযা খেলে
তোদের শক্তিই জয়
তোরা দুর্জয় তোরা দুরবার
ভয় কি তোদের বল।
জোগো হে তোমরা জাগো
উম্মাদনার সৃষ্টি তোরা
তোরাই করবি জয়
চলরে চলরে চল চল।
জাগো হে জাগো জাগো
নবীন প্রবীন তরুন দল
রক্তে রাঙ্গা পায়ে তোদের
শক্তিই তোদের জয়।
শফত নেবার এই তো দিন
তোরা বন্দি ঘরে থাকবি কতদিন
জেগে তোরা ওঠ রে সবে
কন্ঠে দেরে একি শ্লোগান।
দিতে হবে পাড়ি আজ
দিতে হবে পাড়ি
সম্মুখে চেয়ে দেখ
সব আঁধারে ছেয়ে গেছে সবি।
জেগে ওঠ তোরা সবে হুংকারে
পায়ে পিশে দিয়ে চল
তোরাই শক্তি বল
তোরাই তরুন তোরাই আনবি জয়।