এখন তো অার
চুপ করে বসে থাকা নয়
সময়ে এসেছে এখন
প্রতিবাদি ঝড় তোলার।
গুম খুন হত্যা
মেনে নিতে পারি না
চুপ করে বসে আর
থাকতে আমি আর চাই না।
সময় এখন উঠে দাঁড়াবার
কোলঠাসা প্রতিটি মানুষ আজ
জিম্মী আজ সবাই তাদের কাছে
করছে অপহরন দিনে রাতে।
কি করে বলো আমি চুপ থাকি
ব্যবসায়ি রাজনীতি
খেটে খাওয়া মানুষ গুলি
সবার যেন জীবনের ঝুকি
আমি কেমন করে চুপ থাকি।
রক্তে মেখেছে রাজপথ
আমার ভাইয়ের তাজা খুনে
চুপ করে কেমনে বসে থাকি
জেগে উঠেছি আজ প্রতিবাদি ঝড়ে।
আমারি সম্মুখে নির্যাতিতা পিতা
বোনের হাসি নেই মলিন দুটি চোখে
আমি কি করে চুপ থাকি
জেগে ওঠার এখনি সময় বুঝি।