অামার নাই কোন ভয় অাজ
চোখে অাজ দ্বীপ্ত শিখা
জ্বলছে দাউ দাউ।
অামি অাজ অন্যায়ের অগ্নীগিরি
অামি অাজ প্রতিবাদি সৈনিক
অামি অাজ এক দুরান্ত মানব।
প্রতিবাদি প্রলয় অামি
অামি ভেঙ্গেচুড়ে দেই
সব পাহাড় পবত গিরি
অামি অাজ অগ্নীগিরি।
দুর্বার দুরান্ত অতন্ত্র পহরী
উল্কাপিন্ড অামি অাজ
দিয়েছি অাকাশ ফাড়ি
দুল্যক গোলক ভেদিয়া।
অামার কোন ভয় নেই
অশান্ত অামি অাজ
অশান্ত দাবানল
অামি অাজ দুরান্ত প্রলয়।
হিমালয় পবত গিরি
দিয়েছি সবি পাড়ি
পাহাড় ডিঙ্গিয়ে ওপারে অামি
অামি অাজ দুর্জয়।