ইচ্ছে করে বারে বার
প্রতিবাদি হই অাবার
কন্ঠে তুলি অাবার
নবাবের সেই স্বর।
ইচ্ছে করে কন্ঠে অামার
বাজুক বারুদের ফনা
অন্যায়ের প্রতিবাদি...
হতে চাই বারে বার।
ইচ্ছে করে হো হো হো
ইচ্ছে করে
বাজাতে দামামা
কন্ঠে অামার বারুদের বোমা।
সেই সুর সেই স্বর
নেই কোন অাজ ভয়
প্রতিবাদি হয়ে অামি
কন্ঠে এনেছি সেই স্বর।
ইচ্ছে করে অনিচ্ছা গুলি
গলাটিপে ধরি বারেবার
কোথায় সেই সুর
বারুদের মতো বেজেছিল
যে অগ্নিবীন।
ইচ্ছে করে বারেবার
কন্ঠে তুলি অাবার
রক্তে অামার খেলছে হুলি
কন্ঠ কি করে রুখি।