স্বাধীনতা স্বাধীনতা
চিৎকার করে ফাটাই গলা
ভিক্ষার ঝুলি গাঁথে নিয়ে
ঘুরি কেন অাজো দ্বারে দ্বারে।
স্বাধীনতা তুমি লুকিয়ে কোথা
মানুষের সাথে কেন প্রতারনা
লুকোচুরি কেন এত
তব কেন ফাটাও গলা।
উল্লাসে মাতোয়ারা
স্বাধীনতা দিশেহারা
স্বাধীনতা স্বাধীনতা
কেন সবার সাথে প্রতারনা।
লড়েছিল যারা অাজীবন ওরা
অর্থের কাছে কেন বিক্রিত তারা
স্বাধীনতার মান কেন
অাজ থুবড়ে পড়া।
শ্লোগানে শ্লোগানে রাজপথ
মুখরিত কেন অাজ মঞ্চ
ফাটায় গলা কেন চিৎকারে
স্বাধীনতার সব পোষাকে।
ভিক্ষার ঝুলি দেখ গাঁধে তাদের
অপমান লান্চনায় পথে মরে
স্বাধীনতার গান তবু মুখে
না খেয়ে দেখ তারা উপসে মরে।