উন্নয়নের জোয়ার দেখ ভাই
উন্নয়নের জোয়ার দেখ ভাই
বাংলাদেশের উন্নয়নে
দেখ হোছট খেয়ে পড়ছে সবে।
রাজধানী অার ঢাকার পাশে
উন্নয়নের জোয়ার বয়রে ভাই
ইট পাথরে গড়া সে যে
পিচ ঢালাইয়ে রাস্তা সেতো নয়।
উন্নয়নের জোয়ার দেখ ভাই
ট্রাফিক সিগন্যাল পড়লে জ্যামে
ঘন্টা ব্যাপি থাকে থেমে
একটু নড়ার নাইরে উপায় ভাই।
দেশটা নাকি যাচ্ছে বয়ে
উন্নয়নের কাজে
বড় বড় নেতারা কয়
উন্নয়নের কমতি কোন নাই।
উন্নয়নের জোয়ার দেখ ভাই
কালভাট অার ব্রিজগুলো
কি যে বেহাল ভাই
রাস্তা ঘাটে নাই যে খুড়কি
বড় বড় গর্ত দেখা যায়।
থেমে থেমে চলছে গাড়ি
নাই তো কোন জুড়ি
রাজধানীটা ঢাকা দেখ
উন্নয়নে খালি।
ডিজিটাল এই দেশটায় নাকি
উন্নয়নে ভারি
বর্ষাকালে পানি জমে
ভি অাই পি সব রোডে।
বিদ্যুৎ কেন পায় না ঘরে
উন্নয়নের বলে
গ্রাম অার মফস্বলে
কেরোসিনের কুফি কেন
নিভু নিভু করে।
উন্নয়ন উন্নয়ন দিচ্ছে শ্লোগান
দেশটা নাকি ভরে দেবে
উন্নয়নের জোয়ার
রাস্তা ঘাট চেয়ে দেখ
কি যে বেহাল দশা।