জাগো জাগো জাগোরে
ঘুম থেকে জাগোরে
চোখ মেলে দেখরে
ফিলিস্তিনে চলছে কি অভিশাপ।
জাগো জাগো জাগোরে
নিস্পাপ শিশুগুলো মরছে
বর্বর হামলা করছে
পায়ে পিশে মারছে।
জাগো জাগো জাগোরে
কোথায় তোমরা বিশ্ব জাহান
কোথায় অারবলিগ
এখনো কেন ঘুমিয়ে তোমরা
নাই কেন প্রতিবাদ।
জাগো জাগো জাগোরে
ছিন্ন ভিন্ন শিশুর জীবন
ছিটকে অাছে পথে
এ কেমন দুর্দশা
চেয়ে দেখ কেমন চিত্র অাঁকা।
জাগো জাগো জাগোরে
বিশ্বের মুসলমান
তোমরা অাজ জাগোরে
বিপর্ন অাজ সবার জীবন
কোথায় তোমরা জাগোরে।
জাগো জাগো জাগোরে
প্রতিশোধ নিতে তোমরা জাগো
বন্ধ কর অাজ রক্তের হুলি
নিস্পাপ শিশুর দেহটা কেন
ছিন্ন ভিন্ন এত বেশী।
মুমুর্ষ বেদনা নেই কোন চেতনা
ফিলিস্তিন অাজ দুর্বিচারে ভরা
কোথায় তোমরা অারব জাতি
কোথায় বিশ্ববাসী।
জাগো জাগো জাগোরে
চোখ মেলে দেখরে
ছিন্নভিন্ন সবার দেহ
পড়ে অাছে রাজপথে।