মাটির একটা দেহ আমার
মাটির একটা দেহ
এই দেহটা তৈরি আমার
কাদা মাটি দিয়া।
মনটা আমার বোঝে না যে
এই দেহটা একদিন হবে শেষ
দম ফুরানোর সাথে সাথে
হবে জীবন শেষ।
কাদা মাটির এই দেহট
কত যতন করে
আদর চন্দন চুয়া দিয়া
রাখি সাজাইয়া।
ওরে দম ফুরানোর সাথে সাথে
কাদা মাটির এই দেহটা
যাইবে কাঁদায় মিশিয়া।
রং বে রঙ্গের কাপড় দিয়া
আপন হাতে যতন করি
দিবানিশি এই দেহটা
রাখি কত যতন করি।
দম ফুরাইলে হবে জানি
তোর দেহটা মাটি
মাটিই হবে আসল খাটি
বড়াই যত কর তুমি।