আমার দেশের মাটি
যেন আমার নারীর টান
মিশে অাছে যেন
মায়ের অকৃতিম ভালবাসায়।
যেখানে থাকি যতদুরে থাকি
ভুলতে পারি না ক্ষনিকের তরে
ও আমার দেশের মাটি
আমি কেমনে ভুলে থাকি।
জন্মেছি মা তোর কোলে
জীবন আমার বদনে মেখে
নারী ছেড়া ধন যেন
পেয়েছি তোমারই কোলে।
সবুজ সবুজ ঘাসের ভুমী
দেখতে লাগে যেন
মায়ের গায়ের চাঁদর খানি
ও আমার দেশের মাটি।
ঘ্রানে আমায় পাগল করে
চরনে মেখেছি  তাই মাটি
মাতৃত্বের টানে ছুটে আসি
তাই বারে বারে।
নারী ছেড়া ধনের মতো
মমতার টান মাটির বুকে
বদনে মাখি যত
তব তৃষ্না মিটে না।