সব বাঁধা পেরিয়ে যেতে হবে দুরে
জ্ঞানের অালোয় বিকশিত হতে হবে
সকলের তরে।
জানা আর অজানার শিখতে কত বাকি
যেতে হবে তাই দুরে
অম্লান পথ পাড়ি দিয়ে।
জ্ঞানের আলোয় দিতে হবে ভরে
জগৎ সংসার যা কিছু ভবে
যেতে হবে সব বাঁধা পেরিয়ে।
জ্ঞানের আলোয় নিজেকে সাঁজাও
পার যদি কিছু দাও সবে
অপরের তরে
বিকশিত হতে হবে সকলের তরে।
থেমে থাকা নয় ছুটে চলা অবিরাম
যা কিছু অজানা জানার প্রেরনা
যুগিয়াছে মনে আজ
দিতে হবে অম্লান পথ পাড়ি।
যা কিছু শেখার শিখে নিতে হবে আজ
এখুনি সময় বিকশিত হবার
সকলে মোরা সকলের তরে
বিলিয়ে দেব এসো  আজ সবার মাঝে।
ছুটে চল অজানায় দুর সীমানায়
বিকশিত করে আসি জ্ঞানের প্রতিভায়
জেনে আসি অজানার পংকিমালা
জ্ঞানের আলোয় বিকশিত করে
রাঙ্গাবো সবার জীবনটারে।