বড় কষ্ট হয় এখন অামার
মনে পড়ে যখন স্মৃতী গুলো
বেদনার রঙ্গে ভাসে দুটি চোখে
তোমাকে অনেক বেশী মনে পড়ে।
অাজ নেই তুমি পাশে
তাই মন কাঁদে ক্ষনে ক্ষনে
বিরহ ব্যথা বেঁধেছে বুকে
তুমি অাজ নেই ভাবতেই চোখে জলে ভরে।
সেই তুমি জ্বেলেছিলে দ্বীপ্তশিখা কোরঅানের
কেবল তোমারই অাহব্বানে
জেগেছিল কোটি তরুনের প্রাণ
তুমি মিশে অাছ কোটি মানুষের মাঝে।
তোমার কত যে স্মৃতী মনে পড়ে
থেমে থেমে হৃদয়টা অাজ ও
বড় বেশী কাঁদে
তোমাকে ফিরে পেতে।
কই তোমার মাঝে ছিল না কোন অহংকার
ছিল না ধনী গরীবের কোন ভেদাভেদ
তোমার কালেমার কালামে
মুছে যেত শত দুঃখ বেদনার ঢল।
অাজ বড় বেশী মনে পড়ে তোমাকে
বছর যেতে না যেতেই
দেখা হতো তোমার সনে কোন পথের বাঁকে
মৃদু হাসিতে বুকে নিতে অামাকে টেনে।
কোরঅানের দাওয়াত দিতে বারংবার
অাজ কতদিন হলো দেখী না তোমায়
অামার মন অাজ বড়ই ব্যকুল
তোমাকে একটু দেখার ছলে।
অশান্ত মনে অাজ বেদনার কালো মেঘ
কুকঁড়ে কুকঁড়ে কাঁদে দিবারাতে
তোমার পদধুলিতে লক্ষ প্রান
বেজেছিল একসাথে কালেমার গান।
ভুলে থাকা যায় না
সে তো ভুলে থাকা দায়
স্মৃতীরা অাজো বারেবার কাঁদায়
অাজ অামার বড় কষ্ট হয়।