নাই কোন শান্তি নাই নিরাপদ
রাজপথে কেন আজ গোলাগুলির আওয়াজ
এদিকে বোমা ফাটে ওদিকে ককটেল
মুখরিত যেন আজ পাথরের ঘর্ষনে।
ভয় হয় চারিদিকে আজ
চোখ পড়ে যেদিকে নিষ্ঠুর নিরবতা
রাজপথে মিছিলে জনতার শ্লোগানে
আজ যেন চলাটাই দায়।
মাঝ রাতে ঘুম ভাঙ্গে
কে বুঝি ককটেল মারে
কারো হাতে দেখী আবার পেট্রল বোমা
কেঁপে উঠে যেন তেন বুকটা।
অশান্ত চারিদিকে মিছিলে মিছিলে তর্জন
নিরীহ নিরপরাধ মানুষ কেন
পায় না একটু স্বস্তি
নিষ্ঠুর কেন এত নিরবতা।
চলা ফেরা দায় রাজপথে বের হওয়াটাই
গুলির আওয়াজ আর ককটেল ফাটে
নাই কোন শান্তি নাই নিরাপদ
ভয়ে কাঁপে বুক থর থর।