অার কতকাল অামি দেব রক্ত
রক্তে রাঙ্গিয়েছি দেখ রাজপথ
রক্তের যেন ঢল বইছে ধারা
চেয়ে দেখ কত উজান ভাটা।
তাজা খুন ঢেলেছি বুকের অামার
জীবন রেখেছি বাজি তাই
শহীদি তামান্না দু চোখে দুলে
রক্তে রাঙ্গিয়েছি দেখ রাজপথ।
অাজ মরনের নেই কোন ভয়
রক্তের বহতা হৃদয় জুড়ে
হতে হয় যদি মোর শহীদ পথে
রাজপথ ছেড়ে অামি যাব না ফিরে।
রক্ত অাজ অামি দেব হেসে
হয় যদি রাজপথ তব রাঙ্গাতে
মৃদু মৃদু হেসে অামি
বুকের তাজা খুন দেব ঢেলে।