কোথায় তোমরা
বিশ্বের বিবেক মান মানুষেরা
কোথায় তোমরা আজ
কেন এই নিরবতা।
তোমরা কেন আজ থেমে
তোমাদের মাঝে আজ
নেই  কেন কোন উদ্দিপনা
নিশ্চুপ সবে এঁকে এঁকে।
কোথায় তোমরা বীর সেনারা
নও জোয়ানের দল
কেন জেগে ওঠ না
বলিষ্ঠ কন্ঠে আর একবার।
চেয়ে দেখ চারিদেকে
চোখ মেলে
হে বিবেকমান মানুষ
তোমাদের কেন এই নিরবতা।
মানুষে মানুষে দেখ কোলাহল
নিবির্ঘ্নে চলছে  অত্যাচার
পুড়িয়ে মারছে মানুষ দেখ
এ কেমন নিবির্চার।