চেষ্টা যত কর তোমরা সবে
অানবে ডেকে বিপদ ঘরে
অশান্ত দাবানল জ্বালবে দিকে।
পারবে না পারবে না
রুখে দেবে
তোমাদের মনোবল ভেঙ্গে দেবে।
দেশটা তো নয়
তোমাদের দুজনার কারো কেনা
ধংস লীলায় তবু নেমেছ।
মুখোশ পড়েছ দু জনে এমন করে
ছলা কলা কত তোমাদের জানা
মনে হয় যেন অাছ দাঁড়িয়ে
নাটকের মঞ্চে।
তোমাদের অাশা হয়ে যাবে নিরাশা
পুড়িয়ে মেরেছ যত মানুষ গুলো
জবাব তোমাদের দিতে হবে অাছে কি জানা।
রক্তের নেশা এ কেমন পেশা
শকুনের কালো থাবা
তোমাদের মাঝে ভরা।
ষড়যন্ত্রের জালে রেখেছ ঘিরে
তোমরা দুজন নেতা
মরছে কেন সাধারন নেতা।
নাটকের মঞ্চে দাঁড়িয়ে যত
নেতা হবার স্বপ্ন দেখ না কেন
তোমাদের অাশা হবে দুরাশা।
দেশটাকে অাজ করেছে
মৃত্যপুরির রাজ্য কায়েম
অগনিত লাশ অাজ
তোমাদের কারনে।
রুখে দেবে অাজ বাতিলের কালো হাত
যতই তোমরা কর প্রতিবাদ
সাজাও নাটকের মঞ্চ।