মেয়েরা কি না পারে
নিমীষে ভাঙ্গতে পারে
গঁড়তে পারে নতুন করে
মেয়েরা সব পারে।
হাসতে পারে কাঁদতে পারে
সব স্মৃতী ভুলতে পারে
নতুন করে ভাবতে পারে
সুখের স্বপ্ন দেখতে পারে।
কষ্ট গুলো ভুলতে পারে
দুঃখের ভেলায় চড়তে পারে
সব পারে যে নতুন করে
নিজের হাতে গঁড়তে পারে।
মেয়েরা কি না পারে
কথায় কথায় রাগতে পারে
অভিমানে লুকাতে পারে
সুখের জন্য দুঃখের তরী
সেটা ও অাবার বাইতে পারে।
প্রেমের নামে গাইতে পারে
রং বেরংয়ের গান
ভুলতে পারে সহজ করে
সব বিরহের গান।
ভাঙ্গা গঁড়া নতুন অাশা
নিত্যদিনের কাজ
স্বার্থ ছাড়া যায় না পাওয়া
মনের একটু কভু দাম।
শত দিনের স্বপ্ন গাঁথা
হেসে হেসে ভাঙ্গে তারা
যতনে রাখা স্মৃতী গুলো
সব ভুলে যায় সব।
নিতে পারে মনটা হেসে
ভালবাসার নামে
ফুরিয়ে গেলে সকল অাশা
মন থেকে দেয় মুছে।
কত ছলা কত কলা
নারীরা সব জানে
ভাঙ্গা গঁড়া এই তো পেশা
মনটা নাহি কাঁদে।