আকাশের সমস্ত আলো নিভিয়ে
শরীরকে জ্বালিয়ে রেখেছে ক্ষুধা
লতার সঙ্গে জড়িয়ে রয়েছে লতা
অভিশাপের গর্ভে অনিশ্চিত জীবন
ধোঁঁয়ার মতো ব্যাপনে লঘু হয়ে আসছে।


চৌকাঠের ওপারে মৃত্যু, এপারে ঘন সতীত্ব,
চৌকাঠে সাপের মতো নিথর শীতলতায় শুয়ে রয়েছে
সুর্পণখার প্রত্যাখ্যাত প্রেমের কাল-অভিশাপ।


শরীর জ্বলে যায় - ক্ষুধা নেভে না।


এখন লকডাউন,
ঊরু সন্ধিতে দীর্ঘ উপবাস,
                     উপবাস সমস্ত শরীর উদ্যানে,
নিরন্নতায় পুড়ে যাচ্ছে একটা গ্রহ -
       সূর্যহীন, চন্দ্রহীন, গোত্রহীন
করোনাও যেখানে আসতে সাহস পাবে না।