জ্যামিতিক চরিত্রহীন শারীরিক প্রেমে
   ঘুমিয়ে আছে সমুদ্র শৈবাল
         ম্যানগ্রোভ শ্বাস মূলে
               লবণাক্ত জলের গভীরে।
          


ডুকরে কেঁদে উঠলে শিমূলের চারা
    জল মাটি বাতাস এসে ঠিক
       চুপিচুপি ছুঁঁয়ে যাবে পাতা
         রাত্রির অপেক্ষা না করে।    


যে রেখা বরাবর এতকাল
  একলা হেঁঁটে গেছে রাত্রির আকাশ
     সীমাহীন দীর্ঘশ্বাসের অনুসারী হয়ে,
         নীরবে, ইতিহাসের বুক চিরে -  


তাদের সবার অধরে
   আবার আসুক স্বাধীনতা
         হামাগুড়ি বসন্তের মতো;  
              শীতের ভ্রূকুটি পার করে।