কাল ছিল তেল খালি,
      আজ দেখি বাড়ি গাড়ি
তেলের এমন খেল
      সত্যি? না, বাড়া-বাড়ি?
তেল দিলে চলে গাড়ি,
       যন্ত্র ও তেলজীবি।
তেল দেওয়া তোষামোদি?
       কোন সে অধম কবি?
কিন্তু সত্যি হল -
       তেল-দাতা কবিরাই
তেলে-ঝোলে-অম্বলে,
       খ্যাতিমান, হাই-ফাই।
সদা সত্য কথা
       বলবে যে লেখকে,
হবে নাতো ঠাঁঁই তার
       কাগজে কি লাইকে।
কলমেতে কালি নয়
        ভরে নাও খাঁঁটি তেল
দেখবে প্রথমে তুমি,
        বাকি সব ডাহা ফেল।
নিদ্রা নিটোল হবে
         বালিশে আয়েসে মাথা।
জীবনে সফল হতে
         মানবে তৈল কথা।