নবীর ভালোবাসায়
হয়ে মুসলিম,
পড়ি নবীর নামে
দরুদ তাসলিম।

জিকির ফিকির  করি
ঐ নাম ধরে,
আছান পাবো আমি
আঁধার গোরে।

দয়ার নবী ঠিকই
চিনে নিবেন,
হাউজের কাউছারের
পানি দিবেন।

কঠিণ হাশর দিনে
নবী আমার,
মাঝি হয়ে করবেন
এ তরী পার।

তাছবি পড়ি আমি
সকাল সাঝে,
সাল্লেআলা গাহি
বুকের মাঝে

সাফায়াত পাবো তাঁর
আশায় থাকি,
আমার হৃদয় সেই, সে
কাবা আঁকি।