তিমিত তিমির পেটে লাল পদ্ম দেখে,
প্রথম ভাবি এতো লাল রক্ত যে-
ঐ বিশাল স্তন্যপায়ী প্রাণীর পেটে!


ভাবতেই পারো, দেখলাম কি করে ঐ দৃশ্য
তবে শোনো- ঐ তিমিত তিমির গল্প-
যা আমার একান্ত নিজের, করিনি তাস্কর্য।


সমুদ্রের একটি জীব না, মাছ না জলহাতি;
জলে চলে অথচ স্তন্যপায়ী বিশাল তিমি-
হাঙ্গর নয় সে- তবুও মাংস মিশ্রিত চর্বি!


পারিজাত ফুলের খোঁজে, গিলেছিল-
একাধিক পদ্ম, যা কাদায় জন্মেছিল;
জোয়ারে যারা ভেসে সমুদ্রে এসেছিল।


তিমির মতে ভালোবাসা মানেই,
তাকে গিলে গলাধঃকরণ করা-
ভালোবাসা মানেই,
তাকে বশীকরণ করে, শাস্তি দেওয়া!


ভালোবাসা মানেই,
অস্তিত্বের হুংকারে সবাইকে ধূসর করা।
ভালোবাসা মানে,
বন্দী অবস্থায় স্বাধীনতাকে ছিনিয়ে নাওয়া!


বোঝাই তাকে, নতজানু বারেবারে;
মনের জ্বালা বাড়ে পিষে,ঠেলে, মেরে!
জ্বালানিতে বিশ্বাস, ভালোবাসা পুড়ে।


জ্বালা যে তার ছিল, বোঝা গিয়েছিল,
একশত হাজার পদ্ম গিলেছিল-
সাগরের বুকে, তিয়াষায় প্রতিদিন কলস খুঁজেছিল।


ছোবল দিলে, ভালোবাসা হয় না তিমি-
অন্ধকারে তীক্ষ্ণ বরফ বিঁধিয়ে, ঘৃণাতে হল বলি;
আমি ঐ পদ্ম যে সূর্যের আলোতে- শেষে গলি।