যখন দ্বারে তোমার, মনের ব্যথা নিয়ে গিয়েছি-
তখন নিঝুম রাতে যন্ত্রণায় কেঁদেছিল প্রেমের জোনাকি,
তখন একবুক আঁধারে, বয়ে চলেছিল নদী!
তখন নিথর, নিশ্চুপ, নির্লিপ্ততায় ছিলে তুমি!


নিজেই খুলে নিয়ে জানালা, ডাকি তোমাকে-
যখন চাঁদ নিয়েছিল,কালো আলো বুকে,
যখন পরাগ লুকিয়ে রাখে ফুলের আবেগকে।
  যখন ছাদের সাথে দাঁড়িয়ে ছিলে ঝুঁকে!


হলাম কাঙাল নিমিষে সব দেখলাম ফাঁকি,
এখন তোমার শরীর ছুঁয়েছে আগুনের ফুলকি।
এখন মেঝেতে দুঃখগুলো থেকে গেল একাকী!
এখন মুক্ত অগত্যা বাঁধন থেকে - হলে পাখি!
       ======================