মিথ্যা বিশ্বাসে আসে চোখে রাত্রি-
তুমি ভালো আছো, এই বড় প্রাপ্তি!
ফাঁদ প্রবঞ্চনার পেতেছে সৃষ্টি-
কাঁটাতারের বেড়ায় আবদ্ধ পৃথিবী।


মহত্ত্বের উন্মাদনায় দিকভ্রান্ত পথিক,
শব কাঁধে, উল্লাসে ভরপুর দৈহিক।


চির স্বচ্ছতা নেমেছে অন্ধকারের প্রকাশে,
এক সাগর জলে, দুঃখ যন্ত্রণায়- চোখের বলয়ে মিশে।
শুকতারার দীপ্ততায় আছো আকাশে,
তোমাকে জড়িয়েছি সহজ বিশ্বাসে।


পুরস্কারের মোহ ঘুরছে, অন্ধ হয়ে চারদিকে-
আচ্ছন্ন আমি, তিরস্কারের চাবুকে।


ধুয়ে মুছে রাত্রি-দিন আসে, শুকনো মরুভূমিতে-
গুড়গুড় করছে বৈশাখী মেঘ- সন্ধ্যার আকাশে!
শ্বাসের বাতি যাচ্ছে পলপল নিভে-
নিথর দেহে- ঐ দেখো শুরু হতে চলেছে- নতুন কাহিনী; শেষের শুরুতে....
=========================