নদীর জলের ভাষা খুঁজি
পূর্ণ চাঁদের আলোয়
চাঁদের আলো হার মেনেছে
তোমার চুলের কালোয়।।


চুলতো নয় মেঘের ডানা
চাঁদ যে গেছে ঢেকে
চুলের ভাষা বোঝা যে দায়
ডাকে যে বর্ষাকে।।