জানো তো আছি বড্ড সুখে চরম বিপদে থেকে
চারিদিকে এত লোকারণ্য তবুও লাগে একা
শক্ত বলে মনটা আমার যাচ্ছে তো যে বেঁকে
সহস্র মাইল—তাতে কি হয়েছে বলছে মা যে খোকা


খেতে আয় বাবা, হয়েছে রাঁধা, শোল মাছের ভুনা।।


মনে পড়ে আমার ছেলেবেলায় হয়েছিল ভীষণ জ্বর
মা কি যে হায় পরম মায়ায় করেছিল আমার সেবা
অবাক দুনিয়ায় হয়েছে সবাই নিজেই নিজের পর
অন্ধকারে আলো পেয়েছি সেটাই পায় কে বা


ভালো হবি বাবা সত্যি বলছি এ আমার প্রার্থনা।।