আবেগের কাছে বিবেক পরাজিত,যেমন পরাজিত বৈধ প্রেম অবৈধ প্রেমের কাছে!
অক্টোপাসের মত বেষ্টিত  হ্নদপিন্ডের পাতায় পাতায় প্রবাহিত কল্পনা আর সুখের অনুভুতি!!
কবিতা আর ভার্চুয়াল  মোহে আচ্ছন্ন সুখস্বপ্ন ও কল্পনার নীড়!
যে চাঁদ কলংক নিয়ে ডুবে গেছে অন্ধকারে
নিষিদ্ধ প্রেমের দুর্বার আকর্ষনে!!
মায়ার বেড়াজাল পদদলিত করে পাপের আনন্দ সুখ উজাড় করে দিলে আটলান্টিকার সমান বিষাদ!
জানালার শিক ধরে খোলা আকাশ অপলক চেয়ে চেয়ে, নিজের বন্দী জীবনে কখনো মনের বন্দীত্ব  গ্রাস করেনি তোমায়!!
বাস্তবতার যোজন বিযোজন  ব্যবধান হ্নদয়ে রক্তক্ষরন সৃষ্টি, হ্নদয়ের আকাশে মেঘ জমে জমে বরফ আর সেই অতৃপ্ত বরফ গলতে নতুন দিগন্তের আলোর সন্ধান পেলে!রাজনীতি,দর্শন,গান ও কবিতা নিয়ে সারারাত আড্ডা, তথাকথিত ব্যক্তিত্ববান দেবতার স্পর্শে!!
বুকের ভিতর নির্জন দ্বীপে যে সুখ স্বপ্ন নিবিড় যত্ন করে লালন করছো সুনামির আঘাতেও দাওনি প্রেমের রক্তপাত!!
বিষাক্ত নি:শ্বাসে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘোর লাগা রহস্যময় পৃথিবীর দিকে,নিষিদ্ধ প্রেম!!
চোখে মুখে উচ্ছল সুখে কী এক উন্মাদনায় ছুটে গেছো একটু একটু করে নিপুন অভিনয়ে দ্বিধাহীন ভাবেই!!
আমারও তো ছিল এক বারুদ হ্নদয়,তবুও রক্তিম আলো ভেসে দিগন্ত সীমারেখা অতিক্রম করে স্বপ্নে আমার পথ চলা!!