ভগবান পাখি টাকে আকাশ ছুঁতে দিও ।
যে সমস্ত , না মানিয়ে নেবার আকাশ কে তুড়ি মেরে , উড়িয়ে দিয়েছে । তাতে তো আমার গর্ব হয় , আর তোমার ?
তুমি  তাই বলে তার ঠোঁটে বিষজল ঢেলে দিলে ! ওই পাখি টা এখনও বেঁচে আছে , শুধু নিজের তৃষ্ণা মেটাতে পারে না  । কারণ সে আর সেই নদীর জলে ঠোঁট রাখে না ।  তবুও থামেনি কিন্তু ,আমি ও ওর মতোই এক পাখি , তবে যাযাবর ,আমি ঠোঁটে করে জল নিয়ে , তার আকাশ এ ঠিকই​ পৌঁছে যাবো । তার তৃষ্ণা মেটাতে   আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে । তোমার সাথে হিসেবে বসবো পরে , আগে পাখিটার তৃষ্ণা মেটায় । তোমাকে তো হারাতে পারবো না , তবে দেখাতে পারবো । এভাবে তোমাকে লিখতে হলো !  জবাব তোমাকে দেবো  ..
জন্ম থেকে একটা ডানা কেঁটেছো , কিছুই বলিনি তোমায় ..
এবার আমার বন্ধু কে বিষজল দিয়েছো !
  সব হিসেব তুমি দেবে ভগবান ।
যতবার আমার বন্ধু তৃষ্ণা মুখি হবে আমি ততোবারই হাজার হাজার ফুট নিচে থেকে জল ঠোঁটে নিয়ে পৌঁছে যাবো ।  
প্রার্থনা শুনতে পাও ? মন্দির নাকি থাকো ! শুনেছো ? গলা দিয়ে রক্ত ঝড়ানো দেখোছো ?