এ দেশে আমাকে থাকতে হলে ,
পাখিদের গান রোজ শুনতেই হবে ।
এ দেশে আমাকে থাকতে হলে
তোমার আঁচলের গন্ধ মাখা তেই হবে ।
এ দেশে আমাকে থাকতে হলে
আমার অনুভূতির কান্না থামতেই হবে ।
এ দেশে আমাকে থাকতে হলে
অনুভূতির আদর মাখা ঘাম রাখতে হবে ।
এ দেশে আমার স্বাধীনতা এইটুকু ,
বছর এর পর বছর দেখবো ।
না পাওয়ার যন্ত্রণায় ,
একলা নিয়ন আলোয় ভিজবো ।
বছর এর বছর ভাবনা সব বন্দি রাখবো ।
তারপর গোটা দেশ ছাঁড়বো ।
সবটুকু আমার এই দেশেই আছে ,
সবটুকু নিয়ে পাড়ি দেব ।
কিছুই অবশিষ্ট রাখবো না ।
এমন কি এক বিন্দু পর্যন্ত না ।
পাড়ি দেব অচেনা দেশে ,
যেখানে আমার সব কিছু আমার মধ্যে ।
না কেউ জানবে না , কেউ বুঝবে না ।
স্বদেশের পাখিদের দোষ দেবো না ।
কোনও আঁচলের গন্ধ বুকে লাগবে না ।
গোটা শহর জুড়ে শুধু আমি ।
দেশের সবাই জেনে গেলো ,
কিন্তু বোঝা হয়ে থাকার মতো ।
আমি দেশ ছাঁড়বো ।