পৃথিবীতে বললাম আমার পৃথিবী।
পৃথিবী হাসলো, মর্ম বোঝেনি !
আর বুঝবেই বা কি করে ?
কোনদিন তো পৃথিবীকে দেখেনি ।
দেখেছে শুধু নিজেকে ।
আমি নিমিত্ত মাত্র  ,
এই এখনো হাসতে পারি , কাঁদতে পারি , বাঁচতে পারি , এ আর  কম কি !
অনেক জনম লাগবে এটা ঠিকই , কারণ কেউই অপরকে , বেশি ভালবাসে না , ভালবাসা শুধু নিজেকে ,  তুমি শুধু ভালোবাসা হতে পারো না । অন্য কিছু  ।
এই বেশ ভাল আছি , ইচ্ছেখুশি আকাশদেখি । মন চাইলে দিনে রাতে , যখন খুশি তোমার ছবি আঁকি , একলা হাসি , একলা কাঁদি , হাওয়ার সাথেই জড়িয়ে রাখি , তুমি সুস্থ বাতাসে নিশ্বাস নাও  । ওটাই অনেক শ্রেয় ।ইতিহাসের শুরুর পৃষ্ঠা , তোমার কলমে শেষ হবে ‌।আলাদিনের প্রদীপ থেকে তো আর শব্দ বেরোতে পারে না ।বুক চিরে বেরিয়ে আসে , একদিন আকাশ ছোঁব , কথা দিয়েছি বিষ্ময়ে  কাঁদাবো , তখনই আমি টাকে বাঁচাতে পারবো ।