একটা সূর্য , যদি না ধরতাম
পৃথিবীকে ভালোবাসতে পারতাম না ।
যেমন করে , বসুন্ধরা ভালোবাসে ।
যেমন রোদ ,ঝড়, বৃষ্টিতে  আগলে রাখে
তেমনি , আমার সূর্য ও আগলে রাখে ।
ভয় নেই খালি পায়ে, এক পা দু পা করে
পিচ গলা , রোদ্দুর টাও পাড় হবো ।
ঝমঝম বৃষ্টি এলেও , তোর ঠিকানাই
পৌঁছে , একটা গান শোনাবো ।
প্রচণ্ড ঝড়ে না হয় , এক গোছা ঘাস হয়ে কাঁটাবো ! ভয় নেই ভেঙে পড়ার ।
ঝড় , বৃষ্টি,রোদ কমলে , সবুজ ঘাসের
কোলে , ঘুমিয়ে নিও ,
আমি সারারাত , তোকে কোলে নিয়ে
জেগে থেকে , মুগ্ধতা নিয়ে দেখবো ।
আবার , আমি হাতের মুঠোয় সূর্য কে
নিয়ে বহুদূর হেঁটে যাবো ।
আবার তুই ঘাসের কোলে বসবি ,
আমি তোকেই​ শুধু মুগ্ধ হয়ে দেখবো ।