দেহ গড়ে আত্মা দিছে
বিবেক দিছে তার সাথে
জন্ম-মৃত্যু-রিজিক বিধি
রেখে দিছে তার হাতে৷


ঘুড়ি যেমন আকাশ পানে
ছুটে বেড়ায় পনপনে
নাটাই সুতোয় টান পড়িলে
থাকেনা আর আসমানে৷


বিধির খেলা ঘুড়ি খেলা
খেলাও যত মনে চায়
মৃত্যু সুতোয় টান পড়িলে
বুঝে নেবে নিজের দায়৷