কড়কড়ে মড়মড়ে
বৈশাখি ডাক
শুনে বুক থরথরে
হায়দরী হাঁক।
সূর্যের আহাজারী
রোদ্রের কান্না
ধবধব শিলাগুড়ি
ডায়মন্ড পান্না।
বজ্রের লাল চোখে
হিংসারি ক্রোধ
তড়িৎ আঘাত হানে
লয় প্রতিশোধ।
চাঁদমামা দেখে কয়
এ কি হায় হায়!
একগাল হাসে বুড়ি
বসে চরকায়।
রাত এলে বিঁধঘুটে
তারা মিটমিট
জোছনায় বসে গায়
বৈশাখি গীত।