চাঁদের দেশে হারিয়ে গেছে
আমার ছোট্টবেলা
ফিরিয়ে দিতে চাঁদের বুড়ী
করছে অবহেলা৷
বুড়ীটা বেশ পাঁজি এখন
তুলছেনা তা কানে
এমন কেন করছে বলুন
কি ধরে তার মানে৷
রাতের বেলা বুড়ীর সাথে
করছি কত খেলা
স্বপ্ন সাগর করছি বিজয়
টেনে ঘুমের ভেলা৷
বুড়ী যখন কাটতো সুতো
নাটাই তুলো হাতে
চরকা টানার শব্দে আমার
ঘুম হতোনা রাতে৷
জানি তুমি অনেক বুড়ো
গেছো স্মৃতি ভুলে
ফের চলোনা খেলায় মাতি
রাঙা নদীর কূলে৷